ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ২

পুলিশ কনস্টেবল মোহাম্মদ আমিরুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ অক্টোবর) অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি জানিয়েছেন ডিএমপির ডিসি (মিডিয়া) ফারুক হোসেন।


গ্রেপ্তারকৃতরা হলেন- শামীম রেজা ও ডেমরা থেকে মো. সুলতান।


গ্রেপ্তারকৃতদের মধ্যে শামীম রেজাকে গাইবান্ধার পলাশবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। তিনি পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক।


এর আগে সরকার পতন ও নির্দলীয় তত্ত্বাধায়ক সরকারের দাবিতে রাজধানীতে শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশের এক সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম মো. আমিরুল ইসলাম পারভেজ (৩২)। তিনি কনস্টেবল পদে কর্মরত ছিলেন।


এ ঘটনায় রোববার (২৯ অক্টোবর) পল্টন থানায় একটি মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে।


গতকাল বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষকালে ফকিরাপুলের বক্স কালভার্ট রোড এলাকায় আমিরুল মাথায় আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।


গতকালের সংঘর্ষে আহত হয়েছেন পুলিশের ৪১ ও আনসারের ২৫ সদস্য এবং কমপক্ষে ২০ জন সাংবাদিক। অপর দিকে সংঘর্ষে হাজারের বেশি নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপির।

ads

Our Facebook Page